ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ভাসমান তিনটি শিক্ষা তরিতে শিক্ষা নি চ্ছে শি*ক্ষা*র্থী*রা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বে—সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত ভাসমান শিক্ষা তরী এখন আগৈলঝাড়া উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনের সন্ধ্যা নদীতে। দেশের বিভিন্ন নদী মাত্রিক জেলা—উপজেলা ঘুরে নদীর তীরবতীর্ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিয়ে আসছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভাসমান শিক্ষা তরীতে ৩টি বিষয়ে ৬ জন শিক্ষিকা শিক্ষার্থীদের হাতে—কলমে শিক্ষা দিয়ে আসছে।

পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ও পয়সা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিদিন ২—৩ শত ছাত্র—ছাত্রী এই ভাসমান শিক্ষা তরিতে এসে শিক্ষা গ্রহণ করছে। ভাসমান শিক্ষা তরিতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে রেলিংসহ প্রশস্ত স্টিলের সিড়ি।

সরেজমিনে পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে গিয়ে দেখা গেছে, নোঙর করা ভাসমান ৩টি শিক্ষা তরীতে আলাদা ভাবে ৬জন শিক্ষিকা ছাত্র—ছাত্রীদের বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ বিষয়ে পাঠদান করাচ্ছেন। শিক্ষার্থীরাও মনযোগ সহকারে শিক্ষাগ্রহণ করছেন। বিজ্ঞান বিষয়ে পাঠদান করাচ্ছেন নাইমা হক ও হাফিজা খানম, গণিত বিষয়ে মালিহা আক্তার ও মিথিলা আক্তার শাম্মি এবং মূল্যবোধ বিষয়ে কাজী লাবনী আক্তার ও আফসানা মিমি শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত সময় পার করছেন।

শিক্ষার্থীরাও বিদ্যালয়ের ক্লাসের আগে—পরে ও ক্লাস বিরতির সময় অতিরিক্ত শিক্ষাদানের সুযোগ পেয়ে দারুণ খুশি। জানা গেছে, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় নদী মাত্রিক জেলা—উপজেলা যেমন চরাঞ্চল ও দুর্গম এলাকায় নদীর তীরবতীর্ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা দানের উদ্দেশ্যে ২০২২ সালে ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলা থেকে পাইলট প্রকল্প হিসেবে এই ভাসমান শিক্ষা তরী উদ্বোধন করা হয়।

এরপর থেকে শিক্ষা তরী নামে এই নৌ—যান শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ন ৩টি বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে। প্রতিটি স্থানের বিদ্যলয়ে ১০—১২ দিন অবস্থান করে শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পাঠদান করে আসছে। ইতিমধ্যে দেশের নদীর তীরবতীর্ ১৪—১৫টি জেলা ও বরিশাল জেলার বাগধা, বিশারকান্দি, মরিচবুনিয়া, বৈঠাঘাটাসহ বানারীপাড়া, উজিরপুর ও আগৈলঝাড়াসহ ৬০—৭০টি উপজেলায় এই শিক্ষা তরী তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে।

স্টিল এর তৈরী এই ৩টি শিক্ষা তরী (নৌযান) প্রতিটির দৈর্ঘ্য—৪৩ ফুট ও প্রস্থ—১২ ফুট, ভিতরে আসবাবপত্র ও বিভিন্ন শিক্ষা উপকরণসহ একজন প্রোগ্রাম অর্গানাইজর, একজন ম্যনেজার, ৬ জন শিক্ষক ও ৬ জন মাঝি (নৌ—যান চালক)সহ ১৪ জন কর্মকর্তা কর্মচারি কর্মরত রয়েছে। শিক্ষা তরীতে শিক্ষা নেওয়া পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. মাহফুজ সিকদার জানান, আমি এখানে এসে ক্লাসের বাহিরে অনেক কিছু শিখেছি।

৭ম শ্রেণির শিক্ষার্থী হাফসা খানম জানান, আমরা শিক্ষা তরিতে এসে বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ বিষয় অতিরিক্ত কিছু হাতে—কলমে শিখতে পারছি, তা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা নাইমা হক বলেন, এখানে শিক্ষর্থীদের নিউটনের সূত্রগুলো, পেরিক্সোপ, আলোর প্রতি স্বরন, দিন—রাত্রির পার্থক্য ও সৌর জগতসহ আমি বিজ্ঞান বিষয়ে পাঠদান দিয়ে আসছি।

গণিত বিষয়ের শিক্ষিকা মিথিলা আফরোজ শাম্মি বলেন, ভাগের খেলা, যোগের খেলা, গুণের ধারনা, ভগ্নাংশ ও পিথাগ্রচের উপপাদ্যসহ বিভিন্ন বিষয় শিক্ষা দিয়ে থাকি। মূল্যবোধ বিষয়ের শিক্ষিকা আফসানা মিমি বলেন, ছেলে—মেয়ে উভয় সমান, পৃথিবীকে আমরা কি ভাবে রক্ষা করবো, মানবিকতাকে জাগ্রত করা, মানুষের সাথে মানুষের ব্যবহার, এ ছাড়াও বিভিন্ন গল্পের বই পাঠদান করে থাকি।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার (ম্যানেজার) মো. সোহেল মোল্লা বলেন, ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আওতায় দুর্গম ও চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভাসমান শিক্ষা তরীর শিক্ষাদান কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও গণিত বিষয় যে ভয় রয়েছে তা দুর করে মূল্যবোধ জাগ্রত করাই এই শিক্ষাদানের মূল লক্ষ।

পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ব্র্যাকের ভাসমান ৩টি শিক্ষা তরী আমাদের বিদ্যালয়ে এসেছে। অত্র বিদ্যলয়ের শিক্ষার্থীরা এখান থেকে বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ বিষয়জ্ঞান—অর্জন করে সু—শিক্ষায় শিক্ষিত হবে।