ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যা ন্ত্রি ক ত্রু*টি, চট্টগ্রামে ফিরে গেল বিমান

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৪, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানের সূত্র বলছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারের সমস্যা ছিল। এই কারণে ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে ফিরে গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। পরে ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে আকাশে ওঠার পরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি নিরাপদে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বর্তমানে এটি বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটে থাকা সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।