ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চির নি*দ্রা*য় শায়িত হলো রাইসা মনি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৫, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইসা মনি। জেলার আলফাডাঙ্গা গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন হয়। সন্তানের এমন মৃত্যুতে শোকে কাতর শাহাবুল-মিম দম্পতি।

পরিবার সূত্রে জানা গেছে, রাইসার বাবা-মায়ের ইচ্ছা ছিল সন্তানদের ভালো স্কুলে পড়ানোর। উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। রাইসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তার বড় বোন সিনথিয়া।

সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।