
নিজস্ব প্রতিবেদক :: দেশের প্রগতিশীল তরুণদের সংগঠন ‘রেড জুলাই’-এর বরিশাল বিভাগীয় টিম পুনর্গঠিত হয়েছে। বরিশাল উজিরপুরের সাহসী ও মেধাবী সংগঠক সাদিক মাহমুদ হিমেল এবার নতুন দায়িত্ব পেয়েছেন। তাঁকে বরিশাল বিভাগের যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া বরিশাল বিভাগের রেড জুলাই-এর নতুন টিমে যাঁরা দায়িত্ব পেয়েছেন—
🔺 আহ্বায়ক: সাফি সামির খান
🔺 যুগ্ম আহ্বায়ক: আদিব বিন ওয়ালিদ নাফি
🔺 সদস্য সচিব: আজিজুল ইসলাম
🔺 মুখপাত্র: লাবণ রহমান
🔺 সহ-মুখপাত্র: সাথী আক্তার
🔺 মুখ্য সংগঠক: হিজবুল্লাহ আল মাইম
🔺 সংগঠক: আজিজুল হাকিম সামী
🔺 সদস্য: ওয়াহিদ মুনির, তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন
রেড জুলাই কর্তৃপক্ষ মনে করছে, এই নতুন নেতৃত্ব বরিশাল বিভাগে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।