ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫

রংপুরে হিন্দুপল্লীতে হা*ম*লার ঘটনায় গ্রে*প্তা*র ৫ জন রি*মা*ন্ডে

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রংপুরে হিন্দুপল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রিমান্ড আবেদনের শুনানিতে গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।
আসামিরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি মাঝাপাড়া গ্রামের ইয়াছিন আলী (২৫), মাগুড়া শ্রীপাড়ার স্বাধীন মিয়া (২৮), দক্ষিণ চাঁদখানা মায়াপাড়ার আশরাফুল ইসলাম (২৮), উত্তর সিংগেরগাড়ি পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান আতিক (২৮) ও দক্ষিণ সিংগেরগাড়ি চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিমের (২২)।

এর আগে বুধবার গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, গঙ্গাচড়ার হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ছয়আনি গ্রামের সুজন চন্দ্রের ছেলে রঞ্জন রায়ের নামে ফেসবুকে মহানবীর ব্যঙ্গচিত্র তৈরি ও অশালীন মন্তব্য লিখে একাধিকবার পোস্ট করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। ২৬ জুলাই রঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৭ জুলাই কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি থেকে একটি মিছিল নিয়ে লোকজন ছয়আনি গ্রামে এসে হিন্দু পরিবারের ১৩টি বাড়ি ভাঙচুর-লুটপাট করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে গঙ্গাচড়া থানায় গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেন