ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে এক রাতে বাড়িসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে দু*র্ধ*র্ষ চু*রি

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর বাউফলে এক রাতে একটি বসতঘরসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা চৌমোহনী বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ী আসাদুল জানান, সংঘবদ্ধ দুর্বৃত্তরা গভীর রাতে আসাদুল তালুকদারের রাইস মিল ও সার-ওষুধের দোকান, সালাউদ্দিন মৃধা, গণেশ দাস ও মালেক মৃধার মুদি-মনোহারি, ফোরকান তালুকদারের দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যারের দোকান, আবদুর রহিমের সিমেন্টের দোকান ও বাজার সংলগ্ন দক্ষিণ পাশের হালিম হাওলাদারের বসতঘর এবং একই এলাকার রাস্তার মাথা খেয়াঘাট এলাকায় ফিরোজের কসমেটিকসের দোকানসহ একটি টি-স্টলে হানা দিয়ে কয়েক লাখ টাকাসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুল তালুকদার জানান, তালা ভাঙাসহ নানা কৌশলে দুর্বৃত্তরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়।

সকালে দেখতে পেয়ে বাউফল থানার পুলিশকে অবহিত করেছেন তারা। দুর্বৃত্তদের শনাক্ত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলে স্থানীয় কয়েকজন জানান, এক রাতের মধ্যে একই সঙ্গে এত দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় মাদকাসক্তদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তাদের দাবি। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, এসআই শহীদুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।