ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫

আজান দিতে গিয়ে বিদ্যুৎ*স্পৃ*ষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃ ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বগুড়ার নন্দীগ্রামে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু (৫০) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুয়াজ্জিন বুলু পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত আছিমুদ্দিনের ছেলে।

প্রাপ্ত তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুলু মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে বৈলগ্রাম উত্তরপাড়ার একটি ওয়াক্তিয়া মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার ভোরেও বুলু ফজরের নামাজের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। প্রথিমধ্যে রাস্তার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে থাকা পানিতে পা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুয়াজ্জিন বুলুর। স্থানীয়রা দেখার পর পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কায়সার রেজা কালবেলাকে জানান, যে তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই তার না দিয়ে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। ভারি বৃষ্টির কারণেই মূলত তারটি ছিঁড়ে যাওয়ার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।