ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃ ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১০, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: কিশোরগঞ্জের নিকলী হাওরে বগুড়া থেকে ঘুরতে এসে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিরচর ইউনিয়নের করচবন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বনান্ত ইসলামের বাড়ি বগুড়ার কান্দারবাজার এলাকায়। তিনি বগুড়ার সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বনন্ত ইসলামসহ বগুড়া থেকে বেশ কয়েকজন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আসেন। এরপর দুপুরে ৮-৯ জন বন্ধুসহ বনান্ত ইসলাম কিশোরগঞ্জ থেকে নিকলী হাওরে ঘুরতে যান। হাওরের ছাতিরচর ইউনিয়নের করচবন নামক স্থানে গিয়ে ডুবে মারা যান তিনি।
নিহত বনান্ত ইসলামের বন্ধু মো. সিয়াম (২২) বলেন, আমরা কিশোরগঞ্জ সদরের পাগলা মসজিদ দেখে বন্ধুরা মিলে দুপুরের দিকে নিকলী আসি। সেখানে ট্রলারযোগে ছাতিরচর করচবনে গিয়ে গোসল করতে নেমে পড়ি । হঠাৎ বনান্ত পানির গভীরে তলিয়ে যায়। এ সময় স্থানীয় মাঝিরা তাদের চিৎকার শুনে পানিতে নেমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বনান্তকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। বন্ধুকে নিয়ে আসলাম, এখন তাকে মৃত নিয়ে ফিরতে হবে। আল্লাহ তুমি ধৈর্য্য ধরার শক্তি দাও, বন্ধুকে মাফ করে জান্নাত দান করো।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়েই নিহত বনান্তরের পরিবার সদস্যরা এসেছেন। নিহতের মরদেহ এখনো থানায় রয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যেতে চাইছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।