
নিউজ ডেস্ক :: দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ শাহিন আলম (ফোরকান)-কে পদচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী জেলা শ্রমিকদল।
রোববার (১০ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পটুয়াখালী জেলা শাখা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে মোঃ শাহিন আলম (ফোরকান)-কে অব্যাহতি প্রদান করা হয়েছে।” জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহিদুর রহমান খান বাবু এবং সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনির-এর যৌথ নির্দেশে এই অব্যাহতি আদেশ জারি করা হয়।
জেলা শ্রমিকদলের সহ-প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আদর্শের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।” তবে এ বিষয়ে জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।
এ প্রসঙ্গে দুমকী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক মৃধা বলেন, “জমিজমা সংক্রান্ত একটি মামলার জের ধরে স্থানীয় একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার (ফোরকান) দ্বন্দ্ব চলছিল। হয়তো সেই কারণেই দল তাকে অব্যাহতি দিয়েছে।” এ বিষয়ে শাহিন আলম (ফোরকান)-বলেন আমি এখনো চিঠি হাতে পাইনি লোক মুখে শুনছি।
পারিবারিক জমিসংক্রান্ত দ্বন্দ্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি আশা করছি জেলা নেতৃবৃন্দ তদন্ত করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেবেন।