ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল থেকে মিল্টন ব*হি*ষ্কা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১০, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টন-কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে একই সাথে উল্লেখ করা হয়-  দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হল। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এর সিদ্ধান্তে এ অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার পুলিশের কাছ থেকে লিটুকে প্রকাশ্যে ছিনিয়ে নিয়ে  বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু (৩২) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ হত্যার ঘটনায় শুক্রবার (১ আগস্ট) বরিশালের এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেছিলেন নিহত লিটুর বোন মোসাঃ মুন্নি (৩৫)। মামলায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা একটি মামলা দায়ের করেন।

নিহত লিটুর বোন মুন্নি ও দায়েরকৃত মামলায় উল্লেখ করেন- হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় ৫নং আসামি মিল্টন (বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টন)। তারপর অন্যান্য আসামিরা হামলা চালিয়ে বাদি সহ তার ভাই-বোনদের পিটিয়ে কুপিয়ে আহত-নিহত করে। পারিবারিক দ্বন্দ্বের কারণে জাকিরের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, মাস কয়েক ধরে নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী জাকির হোসেন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। মিল্টন এ ঘটনায় জাকিরের পক্ষ নেয়। পরে প্রকাশ্যে ওই হত্যার ঘটনা ঘটে। তাছাড়া মিল্টনের বিরুদ্ধে তার এলাকার পার্শ্ববর্তী থানাগুলোতে প্রায় এক ডজন মাদক মামলা রয়েছে।