
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারী বিএম কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ও এনসিপি সমর্থক বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সুহানের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে প্রথম বর্ষের শিক্ষার্থী সুহান সিনিয়রদের সামনে ধূমপান করতে থাকলে মোস্তাফিজ তাকে ধমক দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তাফিজ সুহানকে থাপ্পড় মারেন।
ঘটনার জের ধরে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে সুহান, হাতেম আলী কলেজের শিক্ষার্থী শেফা এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি বিএম কলেজ মসজিদ গেটের বিপরীত পাশের গলিতে গেলে মোস্তাফিজ পক্ষের সঙ্গে পুনরায় সংঘর্ষে জড়ায়।
এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতরা হলেন—
১) মোস্তাফিজুর রহমান
২) মো. রাফি
৩) মুন্না
৪) ফেরদৌস রুমি
৫) সুহান
রাত ৯টা ৫০ মিনিটে তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সার্জারি-৪ চতুর্থ তলায় ভর্তি করা হয়। আহতদের মধ্যে রাফির মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদের হাতে, পায়ে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে