ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে মাদ্রাসার অধ্যক্ষকে নিয়ে ষ ড় য ন্ত্রে র বি*রু*দ্ধে মানব*ব*ন্ধ*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১১, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর বাউফল উপজেলার পোনাহুড়া ইসলামীয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যাচার, কুটুক্তি ও নানান ধরনের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন এলাকাবাসী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক ও অভিবাবক। সোমবার (১১ আগষ্ট) সকাল ১১টার দিকে মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বৈধ উপায়ে মাদ্রাসার কমিটি গঠন করা হয়েছে। সকল নিময় মেনে আমি সভাপতি নির্বাচিত হই। যা নিজেদের যোগ্যতার অভাবে সভাপতি হতে পারেনি, তারাই এখন ষড়যন্ত্র করছেন। তারা মানববন্ধন করে মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করছেন। অধ্যক্ষ সহ আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

মাদ্রাসার অধ্যক্ষ শাহবুদ্দিন আল মামুন বলেন, এই মাদ্রাসা একটি সুনামধণ্য মাদ্রাসা। এই সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছেন। তারা যে সব অভিযোগ করছেন তা সব মিথ্যা। সম্পূর্ণ বৈধভাবে কমিটি গঠন করা হয়েছে। কোনো রকম অনিয়ম করা হয়নি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির বিদ্যাউৎসায়ি সদস্য আমিনুল ইসলাম,অভিবাবক সদস্য মোঃ মেহেদী হাসান অহিদ,স্থানীয় অভিবাবক ডাঃ সুলতান আহমেদ সহ অত্র মাদ্রাসার শিক্ষক ,ছাত্র,ছাত্রীবৃন্দ। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।