ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫

সৈকতে ভিন্ন রূপে চমক

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৬, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক; ভক্তদের কাছে অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। নিজের রূপ ও অভিনয়দক্ষতা দিয়ে সহজেই মন কেড়েছেন দর্শকের; তৈরি করে নিয়েছেন অসংখ্য ভক্ত-অনুসারী।
কাজ নিয়ে বর্তমানে খুব একটা আলোচনায় না থাকলেও ভক্তদের নজরে ঠিকই থাকেন চমক। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে তুলে ধরেন, সে থেকেই ভক্তরা তাকে পেয়ে যান।

এখন কাজের ব্যস্ততা ছেড়ে খানিকটা ছুটির আমেজেই আছেন চমক। এমন সময়ে নিজেকে সাগরপাড় থেকে তুলে ধরলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি ও ভিডিও থেকেই দেখা গেল তার ভিন্ন রূপের এই মুহূর্তগুলো।
সম্প্রতি একগুচ্ছ ছবি ফেসবুকে প্রকাশ করেন চমক। তাতে দেখা যায়, গোধূলী লগ্নের সমুদ্রের পাড় ও নীলাভ-লালচে আকাশে মজেছেন চমক; আর এই সমুদ্রবিলাস নিয়ে পৃথক দুটি পোস্ট করেন অভিনেত্রী। প্রথম পোস্টে চমককে দেখা যায় টি-শার্ট, প্যান্ট এ। সৈকতে হাঁটছেন, ক্যামেরায় দিয়েছেন পোজ।
অপর একটি পোস্টে চমককে দেখা যায় ভিন্ন অবতারে। এ সময় অভিনেত্রীকে কালো শাড়ি পড়ে সমুদ্রে হাঁটতে দেখা যায়। আকাশ-সমুদ্রের নান্দনিক দৃশ্যও উপভোগ করতে দেখা যায় তাকে।

এদিন তার শাড়ি পরনের মাঝেও ছিলো নানা স্টাইল। চোখে সানগ্লাস, হাতের কালো চুড়ি- যা আলাদা একটি সৌন্দর্য এনে দেয়। আর তা দেখেই ভক্তরা অভিনেত্রীর রূপ-স্টাইলের প্রশংসা করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে—‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।