ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ডিজে পার্টিতে হা*ম*লা, আ*হ*ত ৩

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চাঁদপুর শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় শিক্ষার্থীদের ডিজে পার্টি চলাকালে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান বাজানোয় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার ১৬ আগস্ট বিকেলে হামলার তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া।

হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আল আমিন সায়েম জানান, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কয়েক জন মিলে ওই অফিসে ডিজে পার্টির আয়োজন করেন। রাত ১১টার দিকে কয়েকজন গিয়ে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান পরিবেশন করাকে নিয়ে বির্তকে জড়ায়। এরপর তাদের হামলায় কয়েকজন আহত হন। এ সময় ডিজে পার্টির সরঞ্জাম ভাঙচুর করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গান-বাজনার আয়োজন করেন। স্থানীয়দের সাথে গান চালানো নিয়ে বির্তকের সৃষ্টি হয়।একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।