ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোলা ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও মোটরসাইকেল জ ব্দ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকায় যাত্রীবাহী গাড়ি থেকে অবৈধভাবে টাকা আদায় ও বাজারে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১৭ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, পৌরসভা কর্তৃক টোল আদায়ের জন্য কোনো ইজারা না দেওয়া হলেও কিছু ব্যক্তি অটো-সিএনজির সিরিয়াল রক্ষণাবেক্ষণের নামে টাকা আদায় করে আসছে। চালকদের অভিযোগ শোনার পর সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি যত্রতত্র পার্কিং, ভ্রাম্যমাণ দোকান বসানো এবং ফুটপাত দখল প্রতিরোধে সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়।

এ সময় ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এলাকায় দালাল প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। আইন ভঙ্গের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক সার্জেন্ট কর্তৃক একাধিক গাড়িকে জরিমানা এবং ৮-১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন কন্টিনজেন্ট, ট্রাফিক সার্জেন্ট ও বোরহানউদ্দিন থানা পুলিশ সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।