
নিজস্ব প্রতিবেদক :: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া নিয়ে সুখবর! শতকরা ২০ শতাংশ, তবে ন্যূনতম ৩ হাজার টাকার নিচে নয়।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা প্রদানের বিষয়ে সুখবর এসেছে। তাদের ভাতা শতকরা হারে নির্ধারণ করতে আর্থিক ব্যয় বিবরণী প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা ২০ শতাংশ, তবে ন্যূনতম ৩ হাজার টাকার নিচে নয় এবং শতকরা ১৫ ও ১০ শতাংশ, তবে ন্যূনতম ২ হাজার টাকার নিচে নয়— এই হারে মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুত করে পাঠাতে হবে।
শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে এ পদক্ষেপকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।