
নিজস্ব প্রতিবেদক :: ক্লাসের সময়সূচী পরিবর্তনের দাবিতে শিক্ষকরা একজোট।
দেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলের স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাসের প্রচলিত সময়সূচী পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের দাবি, সকাল ৮টা থেকে দুপুর ১টা বা দেড়টা পর্যন্ত ক্লাস চালু করা হলে শিক্ষার মান বাড়বে এবং শিক্ষক-শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে।
শিক্ষকরা জানান, বর্তমানে সকাল ১০টায় ক্লাস শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হওয়ার কারণে শিক্ষার্থীরা ক্লান্তি ও অনীহা নিয়ে বাড়ি ফিরে। বিশেষ করে যোহরের নামাজের পর ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীর কারও একাগ্রতা থাকে না।
বর্তমান সময়সূচীর ক্ষতিকর প্রভাব
প্রাইভেট পড়াশোনা মুখ্য হয়ে যায়: গণিত ও ইংরেজির মতো জটিল বিষয়ের শিক্ষকরা সকালে প্রাইভেট পড়ান। ফলে সকাল ১০টার ক্লাসে তারা ও শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে যায়।
পুষ্টিহীন টিফিন: দুপুরে ঝালমুড়ি, সিংগাড়া জাতীয় হালকা খাবার খেয়ে শিক্ষার্থীরা প্রধান খাবার থেকে বঞ্চিত হয়, যা তাদের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে।
গরম আবহাওয়া: দুপুরের পর গরম বেড়ে যায়। এই গরমে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।
সময়ের অপচয়: সকাল, দুপুর ও বিকেলের কোন সময়টাই কার্যকরভাবে কাজে লাগানো যায় না।
পরিবর্তনের প্রতিবন্ধকতা
শিক্ষকরা মনে করেন, মূলত দু’ধরনের শিক্ষক এই পরিবর্তনের বিরোধিতা করেন—
১. যারা প্রাইভেট পড়ানোকে প্রধান কাজ মনে করেন।
২. যারা ব্যবসা, দোকান বা কৃষিকাজে যুক্ত থেকে পরে প্রতিষ্ঠানে যোগ দেন।
শিক্ষকদের দাবি, মান্ধাতা আমলের এই সময়সূচী বাতিল করে আধুনিক ও কার্যকর শিক্ষাবান্ধব সময়সূচী চালু করা জরুরি। তারা সরকারের শিক্ষা উপদেষ্টা ও নীতিনির্ধারকদের প্রতি বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন।