নিউজ ডেস্ক :: দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় লড়বে ১৪ দল : কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে ১৪ দলও। আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের সমঝোতা হবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জিতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ১৪ দলের সঙ্গে মূল আলোচনা হয়েছে রাজনৈতিক প্রসঙ্গে। এ দেশকে নিয়ে আন্তর্জাতিক দেশগুলোর সম্পর্কে জোরদার বিষয়ে।
প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না। আমাদের মূল লক্ষ্য হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সব কিছু জবাব দেবে।