ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের উন্নয়ন কাজে সরকারি বরাদ্দ চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, তিনি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সাক্ষাতে নির্বাচনী এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ/মুলাদী) এর বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের জন্য আবেদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাবুগঞ্জ উপজেলার জন্য ৯৮টি নলকূপ, মুলাদী উপজেলার জন্য ৪৫টি গভীর নলকূপ; বাবুগঞ্জের ৭৬টি এবং মুলাদীর ৩৪টি মসজিদ-মন্দির সংস্কারের আবেদন। এছাড়া মুলাদীর কাজীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা পাকাকরণের আবেদনও করা হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ আরও জানান, মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রথম পর্যায়ের তালিকা তৈরি করা হয়েছে। আবেদনগুলো গ্রহণ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এছাড়া বরিশাল জেলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাবুগঞ্জ প্রেসক্লাব, এয়ারপোর্ট থানা প্রেসক্লাব ও মুলাদী প্রেসক্লাবের সংস্কার ও মেরামতের জন্যও অর্থ বরাদ্দের আবেদন করেছেন তিনি।