ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট ও আন্তঃইউনিট ফুটবলের প্রথম পর্বের সফল সমাপ্তি

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :: বরিশালে বিপুল দর্শকের উপস্থিতিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো “পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫” ও “বরিশাল বিভাগীয় পুলিশ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর প্রথম পর্বের খেলা।

গত ৩০ আগস্ট আড়ম্বরপূর্ণ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ দুটি টুর্নামেন্টে কমিশনার কাপ ফুটবলে অংশ নেয় ৪০টি দল এবং আন্তঃইউনিট টুর্নামেন্টে অংশ নেয় ১০টি দল। প্রথম রাউন্ডে মোট ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে প্রথম পর্বের খেলা সফলভাবে শেষ হয়। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম বিজিত প্রতিটি দলকে সম্মাননা স্মারক প্রদান করেন।

কমিশনার  মোঃ শফিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা এবং ডিসি (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে জেলা ক্রীড়া কর্মকর্তার পরিচালনায় আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

আগামী ১৭ সেপ্টেম্বর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে মেহেরুন্নেসা ফুটবল একাডেমি বনাম শায়েস্তাবাদ একাদশ-এর মধ্যকার খেলায় দ্বিতীয় পর্ব শুরু হবে।

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ঐক্য ও শৃঙ্খলার বার্তা বহন করে—এমন উল্লেখ করে আয়োজকরা বরিশালের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকদের রোমাঞ্চকর দ্বিতীয় পর্বের খেলাগুলো উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।