ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ওয়াদা সংস্থার আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ওয়াদা সংস্থার আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে উন্নয়ন সংস্থা ওয়াদা’র উদ্যোগে এবং সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় “নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” শীর্ষক এক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর বিডিএস ক্লাবের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। ওয়াদা সংস্থার চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপপরিচালক লুসি কান্ত হাজং

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, জামায়াতে ইসলামী বাংলাদেশ বরিশাল মহানগর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, মহিলা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পুষ্পিতা চক্রবর্তী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া পারভিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জেল হাওলাদার, খেলাফত মজলিস বরিশাল জেলার সভাপতি মুহাম্মদ হুজাইফা গালিব, বিএনপি বরিশাল জেলার আহ্বায়ক কমিটির সদস্য মারিয়া মুন্নি, গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফয়সাল, জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু, ওয়াদা’র প্রজেক্ট ম্যানেজার মো: আল-আমীন সরদার প্রমুখ।

এসময় বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি সহ প্রায় ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন—
“দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেখানে নারী জনগোষ্ঠীর অবদান অনস্বীকার্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ নারীরা প্রযুক্তি ও নেতৃত্বে এগিয়ে এসেছে। শুধু রান্নাঘর নয়, আজ তারা বিমান চালক থেকে শুরু করে সেনাসদস্য, বিচারক, উদ্যোক্তা, ক্রিকেটার এমনকি মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

তিনি আরও বলেন, “নীতি নির্ধারণী পর্যায়ে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও নারীরা অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে সামনে এগোচ্ছে। জাতীয় সংসদে ও রাজনৈতিক দলগুলোতে নারীর সক্রিয় অংশগ্রহণ আরও বাড়ানো এখন সময়ের দাবি।”

উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান বলেন—
“নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক নেতৃত্বে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে পুরুষতান্ত্রিক চিন্তা পরিহার করে নীতি নির্ধারকরা এগিয়ে আসলে নারীরা নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।”

কর্মশালায় বক্তারা নারীর ক্ষমতায়নে রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।