
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার অর্ধশতাধিক গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ বিতরণকৃত সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল পরিধানযোগ্য ইউনিফর্ম, ছাতা, রেইনকোট, টর্চলাইট, লাঠি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, গ্রাম পুলিশরা মাঠপর্যায়ে প্রশাসনের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সুরক্ষা ও কাজের সুবিধার্থে এসব সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন