
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে পূজার সময় যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে—সে লক্ষ্যে বরিশাল ক্যাডেট কলেজের আর্মি ক্যাম্পের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের মেজর জিহান উদ্দিন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
সমন্বয় সভায় বানারীপাড়া, উজিরপুর, মুলাদীসহ আশপাশের উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সুষ্ঠু জনসমাগম নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ ও আনন্দঘন।
সভায় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও পূজার সময় সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দেন।
এটি ছিল ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় একটি সময়োপযোগী উদ্যোগ।