
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন ।
সভার শুরুতে জেলা ম্যাজিস্ট্রেট দুর্গাপুজা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় দুর্গাপূজা কোনরকম ঝামেলা ছাড়া শেষ হয়েছে। একইভাবে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানও সফল করতে হবে। অবৈধভাবে মা ইলিশ আহরণ করতে যাওয়া ২২২ জন জেলেকে ইতোমধ্যে পুলিশ আটক করে কারাগারে পাঠিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী টহল আরও জোরদার করতে হবে। এ অভিযান সফল করতে প্রশাসন বদ্ধপরিকর। সভাপতি আরও বলেন, সেপ্টেম্বর মাসে সামগ্রিক অপরাধের মধ্যে চুরি ও ধর্ষণ বেড়েছে। এসব অপকর্ম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্ক থাকতে হবে। ধর্ষণের বিরুদ্ধে এখন সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন বলে তিনি এসময় মন্তব্য করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদারের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।