ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ব্যাগে মিলল স্কচ টেপে মোড়ানো তরুণীর মরদেহ

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৫, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার পাশ থেকে ব্যাগে স্কচ টেপে মোড়ানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম কামরুন নাহার (২০)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাগুরা গ্রামের সাদেক আলীর মেয়ে। সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ‘কলাপাতা বার্গার’ রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাইকাটেক সেতুর পাশের রাস্তার একটি খাদের মধ্যে ফেলে রাখা একটি বড় ব্যাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রাস্তার পাশে ফেলে রাখা একটি বড় ব্যাগ থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয়। পরে ব্যাগ খুলে মরদেহের অংশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুর্বৃত্তরা তরুণীকে হত্যা করে ব্যাগে ভরে গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।