ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালসহ ৬ বিভাগে প্রাইমারি শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালসহ ৬ বিভাগে প্রাইমারি শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ।

সারাদেশের কয়েকটি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বুধবার প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ- এই ছয় বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর ফলে চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো।

 

বিজ্ঞপ্তিটি নিচে দেখুন

 

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে।

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর (৩১ আগস্ট) গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’।