ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করলেন ভ্রাম্যমাণ আদালত

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করলেন ভ্রাম্যমাণ আদালত

বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি বাজারে অভিযান চালিয়ে ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করেছেন ভ্রাম্যমাণ আদালত। ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি হওয়ার খবরে শত শত ক্রেতা তখন বাজারে ভিড় জমান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, ব্যবসায়ীরা পাইকারিতে ৯৫ টাকায় কেনা পেঁয়াজ খুচরা বাজারে ১৮০ টাকা দরে বিক্রি করছিলেন। জরিমানা না করে ব্যবসায়ীদেরকে ১০৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করা হয়।ন্যায্য দামে পেঁয়াজ পেয়ে খুশি মনে বাজার থেকে ফিরতে দেখা যায় ক্রেতাদেরকে।

বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় বরিশালের গৌরনদীতে ১১ জন পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে আট ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিকেলে গৌরনদীতে মাহিলাড়ায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেন।