ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পূর্ণমিলনী অনুষ্ঠান

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলেজটির ইতিহাসের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় দিনব্যাপী নানা আয়োজনকলেজ প্রাঙ্গণকে করে তোলে আনন্দঘন ও স্মৃতিময়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে কলেজ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। একে অপরের সঙ্গে কুশল বিনিময়, স্মৃতিচারণ ও ছবি তোলায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, “এই পূর্ণমিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রজন্মের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলন কলেজের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষকবৃন্দ ও বিশিষ্টজনরা। বক্তারা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের দেশ ও সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে ছিল স্মৃতিচারণ পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য-গীত পরিবেশনা, র‍্যাফেল ড্র ও মধ্যাহ্নভোজ। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে পূর্ণমিলনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।