
নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমানের সঙ্গে বৈঠকে এবি পার্টি।
রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার গঠন ও ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা। সোমবার (৫ জানুয়ারি) পৃথকভাবে দল দুটির শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, বৈঠকে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট এবং জাতীয় সরকার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদে ক্ষমতাসীন দল বা বিরোধী দল যেই থাকুক না কেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হওয়া গেছে। তবে অভ্যন্তরীণ নীতিগত বিষয়গুলোতে উন্মুক্ত বিতর্ক থাকবে—এমন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে ভবিষ্যতের রাষ্ট্রকাঠামো কেমন হবে, ঢাকা শহরের ওপর চাপ কীভাবে কমানো যায় এবং বেকারত্ব নিরসনে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—এসব বিষয় গুরুত্ব পেয়েছে। তিনি জানান, ওয়েস্ট মিনিস্টার পদ্ধতির শাসনব্যবস্থা চালু এবং নীতিনির্ভর রাজনৈতিক বিতর্ক প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছে তাদের দল।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো ধরনের অধীনতামূলক সম্পর্কে জড়াবে না—এমন অবস্থানও বৈঠকে উঠে এসেছে। ভারত যা বলবে, বাংলাদেশ তা নিঃশর্তভাবে মেনে নেবে—এমন মানসিকতার অবসান ঘটবে। ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে।
অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপির স্বচ্ছ ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তারা। অতীতের রাজনৈতিক সমন্বয় ও সম্পর্ক ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


