ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সেনাবাহিনীর অভিযানে রুপাতলী থেকে পরিবহন চাঁদাবাজ আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সেনাবাহিনীর অভিযানে রুপাতলী থেকে পরিবহন চাঁদাবাজ আটক।

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় সেনাবাহিনীর অভিযানে এক পরিবহন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুপাতলী এলাকায় কিছু অসাধু ব্যক্তি পরিবহন শ্রমিক ও মালিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। এতে পরিবহন ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল বিষয়টি গোপনে পর্যবেক্ষণ করে সত্যতা নিশ্চিত করে।

হাতেনাতে আটক মো. সেলিম
অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে চাঁদা আদায়ের সময় মো. সেলিম (৫৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পরিবহন থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

টাকা ও মোবাইল ফোন উদ্ধার
অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সূত্র জানিয়েছে।

পরিবহন ব্যবসায়ীদের অভিযোগ
নাম প্রকাশ না করার শর্তে এক পরিবহন ব্যবসায়ী বলেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর সড়ক চাঁদাবাজ মুক্ত হবে। কিন্তু নেতা পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। ঢাকা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে গাড়ি চালাতে এককালীন বড় অঙ্কের টাকা দিতে হয়। আবার প্রতিদিন কয়েকজন এসে জোর করে চাঁদা আদায় করে। ভয়েই আমরা মুখ খুলতে পারি না।” তিনি বরিশালসহ দক্ষিণবঙ্গের সকল সড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

থানায় হস্তান্তর অভিযান শেষে আটক চাঁদাবাজকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, রুপাতলী বাসস্ট্যান্ড থেকেই সেলিম সরদার, আলম, আলামিন, সাদ্দাম ও কবিরসহ ১০-১২ জনের একটি গ্রুপ প্রতিটি গাড়ি থেকে চাঁদা তুলছেন।সূত্র জানায়, রুপাতলী বাস মালিক সমিতির ১১১টি বাস থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদা উঠানো হয়। এছাড়া বরগুনা, পাথরঘাটা, ঢাকা,সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলার দূরপাল্লার রুটে প্রতিদিন ৪ শতাধিক পরিবহন চলাচল করছে। এসব পরিবহন থেকেও আদায় করা হচ্ছে নির্দিষ্ট হারে চাঁদা। সব মিলিয়ে এ বাসস্ট্যান্ড থেকেও প্রতিদিন অর্ধ লক্ষাধিক টাকা চাঁদা তোলা হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।