ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ভোটকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা উল হুসনা

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাবুগঞ্জ উপজেলায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের সকল ভোটকেন্দ্র ও একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
সোমবার (০৫ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং আসন্ন গণভোট বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করতে জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পরিদর্শনকালে ইউএনও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের চলমান ও বাস্তবায়নাধীন একাধিক উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি জাহাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম, সেবা প্রদান ও জনভোগান্তি সংক্রান্ত বিষয়গুলো খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও আসমা উল হুসনা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণভোট নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।