ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে প্রকাশ্যে দিনে দুপুরে চোখের পলকে লক্ষ টাকা চুরি

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে প্রকাশ্যে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। নগরীর জেলখানার মোড় এলাকায় অবস্থিত সুমন মেডিকেয়ার প্লাস নামের একটি ওষুধের দোকান থেকে চোখের পলকে লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেছে চোর।

প্রত্যক্ষদর্শী ও দোকান সূত্রে জানা যায়, দোকানির বাইরে মাত্র এক মিনিটের জন্য অবস্থানের সুযোগে নগদ লক্ষ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় চোর। ঘটনাটি এত দ্রুত ঘটে যে উপস্থিত কেউই কিছু বুঝে ওঠার আগেই চোর গা ঢাকা দেয়।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী দোকানি ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে চোর শনাক্তের চেষ্টা চলছে।

নগরবাসীর অভিযোগ, দিনে দুপুরে এমন চুরির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন