ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া-মোনাজাত

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশালের আয়োজনে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তালুকদার মো: মাসুদ, সাধারন সম্পাদক সুমাইয়া জিসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রহমান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হীরা,বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি লতিফুর রহমান জাকির, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক, অলিউল ইসলাম, মামুনুর রশিদ, দক্ষিণের প্রতিবেদনের সম্পাদক রাইসুল ইসলাম অভি, সহ সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ,সাধারন সদস্যবৃন্দ, উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে তবারক পরিবেশন করা হয়।