ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডনের চুরি হওয়া ব্যাগ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডনের চুরি  হওয়া ব্যাগ উদ্ধার।

বরিশালের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘বরিশালের ডন’ নামে পরিচিত তনময়ে আহাম্মেদ টিটুর একটি গুরুত্বপূর্ণ ব্যাগ চুরির আশঙ্কার ঘটনায় শেষ পর্যন্ত মিলেছে স্বস্তির খবর।

ঘটনার সূত্রপাত হয় বরিশালের মিনি কুয়াকাটা খ্যাত তালতলী এলাকায় ভ্রমণের সময়।

সেখানে কিছু সময় কাটানোর পর বরিশালের  রিপোর্টার মুহাম্মাদ আলআমিন সিকদারের ফোন ও আমন্ত্রণে তিনি নগরীর ব্যস্ততম এলাকা হাটখোলায় আসেন।

ব্যস্ততার মাঝে অসাবধানতাবশত যে গাড়িতে করে তারা আসেন, সেই গাড়িতেই ব্যাগটি রয়ে যায়—যা তখন কারো নজরে আসেনি।

কিছুক্ষণ পরই ব্যাগের কথা মনে পড়লে শুরু হয় উদ্বেগ।

সঙ্গে সঙ্গে ব্যাগ উদ্ধারে মাঠে নামে একটি  টিম। কোন রুটে গাড়িটি চলাচল করে, কোথা থেকে তারা গাড়িতে উঠেছিলেন—সবকিছু অনুসন্ধান করে টিম পৌঁছে যায় তালতলী মিনি পার্ক এলাকায়।

আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ির পরিচয় শনাক্ত করা হয়।

পরবর্তীতে সেই গাড়ির নিয়মিত চলাচলের রুট ধরে অনুসন্ধান চালানো হয়।

সময় তখন বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিট।

বহুগলি ও বিভিন্ন দোকানে খোঁজ করেও ড্রাইভারের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র পাওয়া যায়।

জানা যায়, বরিশালের ডন তনময়ে আহাম্মেদ টিটু যে দোকান থেকে এর আগে মিষ্টি খেয়েছিলেন, সেখানেই অনেক আগেই নিরাপদে ব্যাগটি রেখে গেছেন গাড়ির ড্রাইভার।

অবশেষে সেখান থেকেই ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

এই ঘটনায় দ্রুত অনুসন্ধান ও পেশাদার দায়িত্ব পালনের জন্য সময় খবর টিমের ভূমিকা প্রশংসিত হয়েছে।

প্রিয় কনটেন্ট ক্রিয়েটরের ব্যাগ ফিরে পাওয়ায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।