ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোড়দারে ১৩টি স্থানে চেকপোস্ট-তল্লাশি

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোড়দারে ১৩টি স্থানে চেকপোস্ট-তল্লাশি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন এলাকার প্রবেশপথগুলোয় ১৩টি স্থানে চেকপোস্ট (নিরাপত্তাচৌকি) বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শনিবার সকাল থেকে এই তল্লাশি চলছে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। তিনি, বরিশাল মেট্রোপলিটন এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি বেগবান করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

যেসব জায়গায় চেকপোস্টগুলো বসেছে, নগরীর নথুল্লাবাদ, গড়িয়ারপাড়, আমতলার মোড়, জিলা স্কুল মোড়, জেলখানার মোড়, তালতলী ব্রিজ, কাশিপুর, দিনারের পুল, মরখখোলার পোল, চৌমাথা, দপদপিয়া ব্রিজ, কালিজিরা, রহমতপুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ নির্দেশনা বাস্তবায়ন করতে শনিবার বন্দর থানাধীন দিনারের পুল জিরোপয়েন্ট এলাকায় চেকপোস্ট বসায় থানা পুলিশ। সরেজমিনে গিয়ে দেখা যায়- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কঠোর নজরদারির নির্দেশনা থাকলেও ঢিলেঢালাভাবে চেকপোস্ট পরিচালনা করে বন্দর থানা পুলিশ। এ সময় আটো রিকশা, প্রাইভেটকার, মোটর সাইকেল আরোহী ও চালকদের তল্লাশি করলেও দুর-দুরান্ত থেকে আসা কাভার্ডভ্যান-ট্রাকে তল্লাশি চালানো হয়নি। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পাওয়া মাত্রই কঠোর তল্লাশি শুরু করে পুলিশ।

জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছে বরিশালবাসী।