ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১১, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি।

রাজধানীর ভাটারা থানা থেকে পুলিশের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার ভোরে মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার এমনকি শনাক্তও করতে পারেনি পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, মোটরসাইকেলটি থানার পার্কিং থেকে চুরি হয়ে গেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। তদন্ত চলছে, আশাকরি শিগগিরই মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করতে পারব।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি ছিল ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের। তিনি সেটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ করে রেখেছিলেন। শনিবার ভোরে এক ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলের তালা ভাঙেন। এ সময় আরেকজন ব্যক্তি থানার বাইরে পাহারায় ছিলেন। তালা ভাঙার পর তারা মোটরসাইকেলটি ঠেলে নিয়ে পালিয়ে যান।

এএসআই ফিরোজ সাংবাদিকদের জানান, তিনি থানার ভেতরে বাইক রেখে বাইরে ডিউটিতে ছিলেন। সকালে ফিরে এসে দেখেন বাইকটি নেই। পরে সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে। তিনি আরও বলেন, মোটরসাইকেলটিতে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। কিন্তু চোরেরা সেটি খুলে ফেলায় বাইকের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।