
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ঘন কুয়াশা আর কনকনে শীতে উপজেলার বিভিন্ন এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।।
শনিবার (১০ জানুয়ারি) রাতে ৮ টায় উপজেলার রহমতপুর, দেহেরগতি ও মাধবপাশা ইউনিয়নের বেশ কয়েকটি এতিমখানা ও পাশাপাশি ওইসব এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে করা হয়। এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় গণভোটের বিষয়ে সাধারণ ভোটারদের অবহিত করা হয়। এবং ইউপি সদস্য ও শিক্ষকদের গণভোটের বিষয়ে প্রচারণা করার জন্য অনুরোধ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা, ইউপি সদস্য, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, এই হাড় কাপে শীতে এতিম ও দুঃস্থদের মাঝে নিজে গিয়ে কম্বল দিতে পারা আমার জন্য সৌভাগ্যের। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলাম। সেখান থেকে চাকরি ছেড়ে আসার কারণ অসহায় ও গরীবদের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকট। তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।


