
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের চরমোনাইতে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ফ্যাসিস্ট আওয়ামী দোসর ও আলোচিত আগুন সন্ত্রাসী এবং ভূমিদস্যু দুলাল হাওলাদারের অনুসারীরাই এ ঘটনার সঙ্গে জড়িত।
জানা গেছে, গত ৩০ এপ্রিল বুধবার “চরমোনাইতে আলোচিত ফ্যাসিস্ট আওয়ামী আগুন সন্ত্রাসী ও ভূমিদস্যু দুলাল হাওলাদার পুলিশের হাতে গ্রেফতার” শিরোনামে বরিশালের একটি জনপ্রিয় অনলাইন পোর্টালসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি কাভার করেন দৈনিক ভোরের আকাশ-এর বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক মাসুদ রানা।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সাংবাদিক মাসুদ রানার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ওই সময় বাড়িতে একা অবস্থান করছিলেন তার দাদু। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ঘটনার সময় দুলাল হাওলাদারকে পেট্রোল হাতে সাংবাদিকের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবেই এই ন্যাক্কারজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও দুলাল হাওলাদারের বিরুদ্ধে এলাকায় ধানের পালাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী সাংবাদিক মাসুদ রানা বলেন,
“সংবাদ প্রকাশ করাই যদি অপরাধ হয়, তাহলে দেশে সাংবাদিকতা বলে কিছুই থাকবে না। আমাকে ও আমার পরিবারকে ভয় দেখাতেই এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত ৩০ এপ্রিল দুলাল হাওলাদার গ্রেফতার হওয়ার সময় আদালত ও থানায় বসেই সে ও তার স্ত্রী আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং এলাকায় গেলে প্রাণনাশের হুমকি দেয়। সেই হুমকিরই বাস্তব রূপ এটি।”
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজসহ সাংবাদিকদের সংগঠন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ। সংগঠনটি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


