ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে শীতার্তদের পাশে বাবুগঞ্জের ইউএনও

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: কর্মব্যস্ততার মধ্যেই গভীর রাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ আসমা উল হুসনা। শীতের তীব্রতা যখন চরমে, তখন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
রাতের আঁধারে উপজেলার মীরগঞ্জ এলাকার ভাসমান বেদে পল্লী, জাহাঙ্গীরনগর বাজার, বাহেরচর বাজার, চাঁদপাশা নোঙর হাট, রহমতপুরে রাস্তার পাশে অবস্থানরত ছিন্নমূল মানুষদের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কনকনে শীতে কাঁপতে থাকা মানুষের গায়ে পরম মমতায় কম্বল জড়িয়ে দেন ইউএনও।
এছাড়া উপজেলার রহমতপুর এলাকায় কাঁচামাল ও সবজি বিক্রেতা শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমান ও মিজানের মাঝেও কম্বলসহ সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।
এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা উল হুসনা বলেন, “শীতার্ত অসহায় মানুষের জন্য কিছু করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা যেন সবার ভালো কাজ কবুল করেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম মানুষেরও উচিত অসহায়, নিঃস্ব ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।”
ইউএনওর এ মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।