ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বহন কারী বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে উভয় গাড়ির দুই ড্রাইভার আহত হয়েছে। ১২ জানুয়ারি সোমবার সকাল ৮ টার দিকে বরিশাল -পটুয়াখালী মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন জাকির শরিফের স্ব-মিলের সামনে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি গাড়ির সঙ্গে কাবার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বাস ও কাভার্ড ভ্যানের ড্রাইভার আহত হয়েছেন। দুর্ঘটনার কোমলমতি শিক্ষার্থীরা মারাত্মক ভাবে ভয় পেয়েছে তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বাসে ওঠানোর সময় পটুয়াখালী থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গাড়িটির সামনে সজোরে আঘাত করে।

এতে উভয় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে দুর্ঘটনার সময় কোনো ছাত্রছাত্রী গাড়ির ভেতরে বা বাইরে আহত হয়নি। ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।