ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মেয়েকে আনতে গিয়ে স্বজনসহ সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন বাংলা বাজার এলাকায় কন্যাসন্তানকে আনতে গিয়ে এক ব্যক্তি ও তাঁর স্বজনদের ওপর সংঘবদ্ধ হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী মোঃ মানিক খান (৩৫), পিতা—মোঃ আজাদ খান, বাসিন্দা রিফুজী কলোনী, ১৪ নম্বর ওয়ার্ড, কোতয়ালী, বরিশাল। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর প্রথম স্ত্রী আসমা বেগম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে সন্তান রেখে বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তীতে ২০২৩ সালের ৫ জানুয়ারি আইনগতভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
অভিযোগে আরও বলা হয়, বিচ্ছেদের পর আসমা বেগমের মা সন্তানের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে ১০ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে যান। এরপর তাকে আর ফেরত না দিয়ে আটকে রাখা হয়। সন্তানের ভরণপোষণের জন্য নিয়মিত প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রদান করে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে মোঃ মানিক খান তাঁর বর্তমান স্ত্রী ও বোনদের সঙ্গে বাংলা বাজার এলাকার বিবাদীদের বাড়িতে কন্যাসন্তানকে আনতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে লিয়ন হাওলাদার, রাকিব হাওলাদার, নিজাম উদ্দিন হাওলাদার (বাচ্চু), লাবলী বেগম, সানজিদা ও আসমা বেগমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁদের পথরোধ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মোঃ মানিক খানসহ তাঁর স্বজনরা গুরুতর আহত হন। হামলার একপর্যায়ে তাঁর কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় মোঃ মানিক খান আইনগত প্রতিকার ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।