
নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস উদযাপনে ইউসেপ বাংলাদেশ : বরিশাল রিজিওন।
( ১৬ ডিসেম্বর ২০২৩,) ইউসেপ বাংলাদেশ, বরিশাল রিজিওনের সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউট ও রিজিওন অফিসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় র্যালী, আলোকসজ্জা এবং পুরস্কার বিতরণ করা হয়। বিজয় দিবসের আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা অর্জনের স্মৃতিচারণ করা হয়। আলোচনা সভার পর শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইউসেপ বরিশাল রিজিওন ও স্কুলের সকল পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারি এবং অভিভাবক উপস্থিত ছিলেন।