ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৬ আসন : ১৫ বছর পর নৌকার প্রার্থী, খুশি নেতা–কমীরা

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ১৫ বছর পর বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী পেল আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গত তিনটি সংসদ নির্বাচনে আসনটি জোটের শরিক জাতীয় পার্টি দখলে রাখে। আজ রোববার সবশেষ দর-কষাকষি করে আসনটি ফিরে পেল না জাপা।এর আগে ২০০৮ সালে বরিশাল-৬ আসনে এমপি হন জাতীয় পাটির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার।

২০১৪ সালে আসনটিতে হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না এমপি হন। একইভাবে নাসরিন জাহান রত্না ২০১৮ সালেও জাপার এমপি বনে জান। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনটি হাতছাড়া করতে চায়নি আওয়ামী লীগের নেতা কর্মীরা। যেকারণে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক আসনটিতে নৌকার টিকিট পান।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জমিন রিপন বলেন, ‘উপজেলার ১৪টি ইউনিয়নে জাপার ভোট আছে ৫-৭ হাজার। অথচ বারবার নৌকার ঘাড়ে জোটের তকমা লাগিয়ে আসনটি দখল করে আসছে। গত ১৫ বছরে এ জন্য এলাকার উন্নয়ন হয়নি।’ তিনি বলেন, ‘বাকেরগঞ্জবাসী নৌকা ফিরে পাওয়ায় উচ্ছ্বাসিত।

নেতা–কর্মীরা উৎফুল্ল।’ বরিশাল-৬ আসনের প্রার্থী জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোহসিন বলেন, ‘তিনি বরাবরই আসনটিতে নৌকার প্রার্থী চেয়েছেন। গত ১৫ বছরে হাওলাদার পরিবার এলাকায় কোন কাজ করেনি।’ স্বতন্ত্র প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম চুন্নু বলেন, ‘গত ১৫ বছর ধরে জাতীয় পাটির এমপি থাকায় বাকেরগঞ্জবাসী উন্নয়ন বঞ্চিত ছিল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন।’