
নিউজ ডেস্ক :: আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার তিতাসে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার ওই আওয়ামী লীগ নেতার নাম মো. মোস্তাফা কামাল মুন্সি। তিনি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ‘এলাকাটি দুর্গম। রাস্তার সংস্কারকাজ চলায় আমরা হেঁটে যাচ্ছি। যতটুকু জানলাম, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। কেন তাকে হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’