
নিউজ ডেস্ক :: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়ির পুকুরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো, কালচোঁ গ্রামের ইয়াছিন তালুকদারের দেড় বছরের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের দুই বছরের ছেলে আবরার হোসেন।
স্থানীয়রা জানান, সকালে ঘনকুয়াশার মধ্যে সবার অগোচরে বাড়ির উত্তর পাশে পুকুরে শিশু দুটি পড়ে যায়। এক পর্যায়ে খোঁজাখুজি করে পুকুরে তাদের ভাসতে দেখে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোক নেমে এসেছে।এ বিষয়ে চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।