ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবীদের কালো পতাকার মিছিল, পুলিশী বাধায় পন্ড

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জাতীয়তাবাদী আইনজীবীদের কালো পতাকার মিছিল, পুলিশী বাধায় পন্ড

ডামি নির্বাচন বাতিল এবং শেখ হাসিনার পদত্যাগের দাবীতে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট বরিশাল জেলা ইউনিটের কালো পতাকার বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।

আজ রোববার (১৪ জানুয়ারী) বেলা সোয়া ১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল আইনজীবী সমিতি ভবন কার্যালয় থেকে জাতীয়তাবাদী আইনজীবী সদস্যরা এ কালো পতাকা মিছিল বেড় করে।

পরবর্তী সময়ে মিছিল নিয়ে শহরের ফজলুল হক এ্যাভিনিউ সড়কে বেড় হওয়ার চেষ্টার পূর্বেই পুলিশ জেলা জজ আদালতের প্রবেশদার প্রধান ফটকের গেট বন্ধ করে দিয়ে মিছিলের ব্যানারের সামনে একদল পুলিশ ব্যাড়িকেড দিয়ে আটকে দেয়।

এসময় পুলিশের সাথে আইনজীবী মিছিলকারীদের বাক-বিতন্ডার এক পর্যায়ে কালো পতাকার মিছিল ঘুড়িয়ে পুনরায় আইনজীবী সমিতির সম্মুখে ফিরে যেতে বাধ্য করে পুলিশ।

এরপূর্বে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মহসিন মন্টুর সভাপতিত্বে কালো পতাকার মিছিলে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ।এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাড. শহীদ হোসেন, এ্যাড. কাজী বসির উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. এ্যাড. আজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হুমাউন কবীর মাসুদ, আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. মামুন হোসাইন, এ্যাড. সরোয়ার হোসেনসহ দলীয় বিভিন্ন সদস্য গণ।

বিক্ষোভ মিছিলে বক্তরা বলেন, এই সরকারের ডামি নির্বাচন দেশবাসী বর্জন করার মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে।

তাই অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিয়ে জনগণেন গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানান নতুবা এই আন্দোলন অব্যাহত থাকবে।