নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুটি, দুর্ঘটনার শঙ্কা
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প্রথম গেট সংলগ্ন পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে সোমবার (১৫ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে বাকেরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম গেট সংলগ্নে পরিবার পরিকল্পনা অফিসের সাথে একটি ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুটি। দেখা গেছে বৈদ্যুতিক খুটিটি ভেঙ্গে পরিবার পরিকল্পনা অফিসের দেয়ালের সাথে মিশে আছে ঝুকিপূর্ণ অবস্থায়। ঝুকিপূর্ণ এই বৈদ্যুতিক খুটিটি অতি দ্রুত মেরামত না করলে বড়ধরণের দূর্ঘটনার আশংকা রয়েছে বলে মনে করেন পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ পথচারী ও স্হানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঔষধ ব্যবসায়ী ছালাম সরদার বলেন, এখান থেকে হাসপাতালে রোগী ও রোগীর সাথের স্বজনরা আসা-যাওয়া করে, বৈদ্যুতিক খুটিটি এমন ভাবে ভেঙ্গে অফিসের দেয়ালের সাথে লাগছে, কহোন জানি অফিসের মধ্যে দুর্ঘটনা ঘটে, এছাড়াও প্রথম গেট দিয়ে প্রবেশ করে পিছনের গেট দিয়ে এখানের স্থানীয় সাধারণ জনগণ ও নাজমুল আলম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজ উপায়ে চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার করে।
ঝুকিপূর্ণ এই বৈদ্যুতিক খুটিটি নিয়ে আমরা সবাই শঙ্কিত। বৈদ্যুতিক খুটিটির বেহাল দশা। যেকোন সময় খুটি ভেঙ্গে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্হানীয় বাসিন্দা সাহিন খান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পাউন্ডের মধ্যে তারের খামবাটি ভেঙে এমন অবস্থায় আছে যে কোনো সময় অফিস, সহ সড়ক দিয়ে চলাচল করা মানুষ দুর্ঘটনার শিকার হতে পারেন।
স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডের এমন জায়গায় ঝুঁকিপূর্ণ তারের খামবাটি তার দুই থেকে তিন হাত বাহিরে উপজেলা পরিষদের রাস্তা। এই রাস্তা দিয়ে ছোট বড় সকল ধরনের যান চলাচল করে থাকে।পাশাপাশি রাস্তাটি বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের চলাচলের মাধ্যম।অতি দ্রুত খুটিটি মেরামত না করলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। আমরা স্হানীয় বাসিন্দারা বিদ্যুতের খুঁটিটি মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় বাসিন্দা মকবুল গাজী বলেন, আমার বাসা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডের পিছনে আর আমি প্রতিদিন উপজেলা কেন্দ্রীয় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসি হাসপাতালের ভিতরে রাস্তার মধ্য দিয়ে তখন ভয়ভয় করে অফিসের এই জায়গাটি অতিক্রম করতে কখন কি হয়। বিদ্যুতের খুটিটি মেরামত করলে আর কোন ভয় থাকবে না ইনশাআল্লাহ।
ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুটির বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃশংকর প্রশাদ অধিকারী বলেন, বন্যার কারণে পাঁচ ছয় আগে ভেঙ্গে যায় , আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল বরাবর একটি লিখিত দিয়েছে আশা করি খুব দ্রুত মেরামত করা হবে।