নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
বরিশালের আগৈলঝাড়ায় মানবদেহে ক্ষতিকারক জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিক্রির অপরাধে এক মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম জানান, সোমবার রাত আটটার দিকে উপজেলা সদর বাজারে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে মানব দেহে ক্ষতিকারক নিষিদ্ধ জেলি মিশ্রিত ১০ কেজি গলদা চিংড়ি জব্দ করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিক্রির অপরাধে মৎস্য বিক্রেতা নগড়বাড়ি গ্রামের চান মিয়া ফকিরের ছেলে সোহেল ফকিরকে ৫ হাজার টাকা জারিমান, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। ওই আদালত জব্দকৃত জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিনষ্টেরও আদেশ দেন।
রাতেই জেলী মিশ্রিত গলদা চিংড়ি কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয় এবং জরিমানার টাকা দিয়ে মৎস্য বিক্রেতা বিক্রেতা সোহেল ফকির মুক্ত হয়।