ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৩ কেজি গাঁজাসহ আটক, ১

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৩ কেজি গাঁজাসহ মোঃ মোনতাজ উদ্দিন ওরফে মোশারফ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে দিকে নগরীর ১৪ নং ওয়ার্ডস্থ দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোশারফ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার কালাসোনা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে দিকে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ১৪ নং ওয়ার্ডস্থ দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে মোঃ মোনতাজ উদ্দিন ওরফে নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মোঃ এনায়েত হোসেন।