কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: বরিশাল বিভাগের পিরোজপুরের কাউখালীতে মাধ্যমিক ও মাদ্রাসা শাখার কয়েকটি শ্রেণীতে নতুন বছরের সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা।১ জানুয়ারি কাউখালীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে অধিকাংশ নতুন বই তুলে দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় নতুন কারিকলমে পাঠদান পদ্ধতি। তবে মাধ্যমিক ও মাদ্রাসা শাখার কয়েকটি শ্রেণীতে কিছু নতুন বই এখনো হাতে পাইনি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, নতুন বছরে নতুন বই হাতে পেলেও দুই একটি বই আমরা হাতে পাইনি। এতে নতুন শিক্ষা কারিকুলাম এর মূল্য আনে আমরা পিছিয়ে পড়তে পারি। শুরুতে সব বই হাতে পেলে আমরা উপকৃত হতাম। মাধ্যমিক স্কুল শাখার অষ্টম শ্রেণীতে গণিত, ইংরেজি, ধর্ম সহ কয়েকটি বই এখনো পৌঁছে নেই। মাদ্রাসা শাখায় অষ্টম শ্রেণীর কোরআন, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, বিজ্ঞান, কৃষি ও নবম শ্রেণীতে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ইতিহাস, বিশ্ব পরিচয়, কোরআন সহ কিছু বই এখনও শিক্ষার্থীরা হাতে পায়নি। এ ব্যাপারে বুধবার (১৭ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, আশা করি কিছুদিনের ভিতরে সব শ্রেণীতে নতুন বই পৌঁছে যাবে এবং বই বিতরণ প্রক্রিয়া রয়েছে। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ায় তেমন কোন বিঘ্ন ঘটবে না।